ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রধান আসামী সহ গ্রেফতার-২

রংপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ একটি দল।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আটককৃত আসাদুল হক  এই ঘটনার মূল আসামী ও জাহাঙ্গীরকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে।
এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোররাত পৌনে পাঁচটার দিকে হাকিমপুর উপজেলার হিলির কালিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র্যাবের রংপুরের একটি দল যৌথভাবে  কালিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসাদুল হককে আটক করে। তাকে রংপুরে র্যাবের কার্যালয়ে নিয়ে আশা হচ্ছে
এদিকে হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘোড়াঘাট থানা ওসি আমিরুল ইসলাম বিষয়টি রাতেই নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.