ইউএনও’র ফোন ক্লোন করে শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদা দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোতাহার হোসেন গত সোমবার রাতে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সরকারি নম্বর ক্লোন করে গত সোমবার বিকালে কসবা উপজেলার কাইমপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্রের মুঠোফোনে ফোন করে একটি চক্র।
প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে ওই চক্রটি জানায় আপনার বিদ্যালয়ে একটি ল্যাপটপ দেওয়া হবে। তার জন্য একটি বিকাশ নম্বরে নয় হাজার টাকা পাঠাতে বলে চক্রটি।
ওই প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করেন। পরে বুঝতে পারেন কোনো একটি প্রতারক চক্র এ ফোন করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.