ইইউ ব্রাসেলস সদর দফতরের কাছে ছুরি হামলায় আহত ৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরের কাছে ছুরি হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ব্রাসেলসের মেয়র ফিলিপ্পি ক্লোজ জানান, স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ইইউ সদর দফতরের পাশে শুমান মেট্রো স্টেশনের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।
শহরটির পুলিশ জানিয়েছে, এই হামলায় কেউ নিহত না হলেও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে হামলার কারণ সম্পর্কে ব্রাসেলস পুলিশ কিছু জানায়নি। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলাকারী একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ বছর। তদন্তের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ব্রাসেলস পুলিশের কাছে আগেই পরিচিত ছিল। ওই ব্যক্তি ‘মানসিক বিষণ্নতায়’ ভুগছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.