BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচের মতো সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতা দেখা গেল ইংল্যান্ড শিবিরে। নিউজিল্যান্ডও যে খুব ভালো ব্যাটিং করেছে সেটি বলা যাবে না। তবে জয় ঠিকই নিশ্চিত করেছে। তৃতীয় ওয়ানডেতে ২ উইকেটে জিতে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করেছে স্বাগতিকরা।

আজ শনিবার ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২২২ রানে অলআউট হয়। জবাবে ৮ উইকেট হারিয়ে ও ৩২ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে কিউইরা। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন ব্লাইর টিকনার।

২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। ১২.৫ ওভারে ৭৮ রান তোলেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্র। কনওয়ে ৪৪ বলে ৩৪ রানে রান আউট হন। আর স্যাম কারানের বলে ৩৭ বলে ৪৬ রান করে আউট হন রাচীন।

এরপর ড্যারিল মিচেল ৪৪ করলেও মিডলঅর্ডার দ্রুত ভেঙে পড়ে। অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ রান করেন। এক পর্যায়ে দলটির ১৯৬ রানে ৮ উইকেট পড়ে গেলে জয়ের স্বপ্ন দেখে ইংল্যান্ড। তবে জ্যাক ফৌলকস ১৪ ও ব্লাইর টিকনার ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই মাঠ ছাড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ৬৮ রান করেন আটে নামা ওভারটন। তিনি ১০টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া জস বাটলার ৩৮ ও ব্রেপন কার্স ৩৬ রান করেন।

কিউই বোলারদের মধ্যে ৪টি উইকেট পান টিকনার। ৩ উইকেট দখল করেন জ্যাকব ডাফি

১৭৮ রান করে সিরিজ সেরা হয়েছেন ড্যারিল মিচেল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গভীর রাতে ‘ধারালো অস্ত্র’ নিয়ে ডাকাতি স্টাইলে রাজশাহীতে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরি রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-২২ পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত চারঘাটের নন্দনগাছীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ মিস ইউনিভার্সের মুকুট জেতেননি মিথিলা, তবু যা বললেন… মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা হার্টের রোগীদের জন্য হাঁসের ডিম খাওয়া নিরাপদ কি না? ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত : পরিবেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন