আ.লীগ নেতার মা‘য়ের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

রাসিক প্রতিবেদক:  মহানগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আহাদ আলীর মাতা হাসনা বানুর (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ রোববার এক শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন মেয়র। বিবৃতিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পবিরারের সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র।

এদিকে বাদ জোহর সিএন্ডবি মোড়ে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামানান লিটন।

জানাযা নামাজে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহিষবাথান কবরস্থানে তাকে দাফন করা হয়। #প্রেস বিজ্ঞপ্তি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.