আ. লীগের প্রেসক্রিপশনে নির্বাচন হবে না : রিজভী

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের জনগণ এবং বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে, অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। গুম, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনি আটক ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্যদিয়ে সরকার দেশ চালিয়েছেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে।
তিনি বলেন, ‘দেশটা আওয়ামী নেতাদের বাপ-দাদার জমিদারি নয়। এরা আক্রমণাত্মক ভাষায় শিষ্টাচার ও বিনয়কে বিদায় দিয়েছে। যখন যা ইচ্ছে সেটা করবেন এবং বলবেন, সেই দিন শেষ হয়ে আসছে। দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.