আয়ুষ্মান ভারতে না থাকায়, পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট

(আয়ুষ্মান ভারতে না থাকায়, পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট–ছবি: সংগৃহীত)
কলকাতা প্রতিনিধি: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে কেন্দ্র ও রাজ্যের৷ রাজ্যের বক্তব্য শতকরা ৮০% দেয় রাজ্য আর কেন্দ্র দেয় ২০%, অথচ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব প্রচার করে চলেছে কেন্দ্র৷ তাই কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ থেকে বিরত থেকেছে রাজ্য৷ আজ সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সহ  দিল্লি, ওড়িশা,তেলঙ্গানা এই চারটি রাজ্যের কাছ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করার কারণে জবাবদিহি চাইল ৷
স্বাস্থ্যবিমা থেকে ফসল বিমা, কেন্দ্রের অনেক প্রকল্পেই রাজ্য চালু করা হয়নি। বিরোধ চলছে বহুদিন থেকেই ৷ এ বার শীর্ষ আদালতে পৌঁছেছে সেই বিরোধের আঁচ। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য সুপ্রিম কোর্টের নোটিশ নিয়ে মুখ খুলতে চাননি। তবে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘আয়ুষ্মান ভারত নামে যে প্রকল্পের কথা বলা হয়েছে, তার থেকে অনেক ভাল প্রকল্প এ রাজ্যে চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বাস্থ্যসাথী প্রকল্পই মডেল হিসেবে সারা দেশে চালু করা উচিত। যে প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে আর্থিক দায়িত্ব বহন করছে, তা নিয়ে কারও একক প্রচার চলতে পারে না।’’
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলে ছিলাম, আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গ নেই কেন? উনি বলেছিলেন, এ রাজ্যের সরকার স্বাস্থ্যসাথী করেছে। আমার প্রশ্ন, স্বাস্থ্যসাথীর সুবিধা না হয় এ রাজ্যে চিকিৎসা করালে পাওয়া গেল! অন্য রাজ্যে চিকিৎসা করাতে যাওয়া মানুষেরা তো সেই সুবিধা পাবেন না। তাঁদের কথা ভেবেও তো মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতে রাজ্যকে দাখিল করতে পারতেন! আর স্বাস্থ্যসাথীতে পুরো টাকাই রাজ্যকে দিতে হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্রের ভাগ থাকায় রাজ্যকে কম টাকা খরচ করতে হত।’’
অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এক মিনিটের মধ্যে আয়ুষ্মান ভারত লাগু হবে৷ অন্য রাজ্যের নাগরিকদের মতো সুবিধা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের মানুষ বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন হায়দরাবাদের বিজেপি নেতা পি শেখর রাও ৷ তিনি আরও দাবী করেন রাজনৈতিক কারণেই এই চারটি রাজ্য আয়ুষ্মান ভারত চালু করেনি। এর ফলে ক্ষতি হচ্ছে মানুষের ।
প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের বেঞ্চ  নোটিস জারি করে বলেছেন  কেন্দ্র ও চারটি রাজ্যেকে দু’সপ্তাহের মধ্যে বক্তব্য জানতে হবে এই বিষয়ে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.