আয়ারল্যান্ডকে ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মাস্ট উইন গেমে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। যদিও তারা এ ম্যাচে হ্যাট্রিক উইকেটের শিকার হয়েছেন। তারপরও ২০ ওভারে দলটি সংগ্রহ করেছে- ১৮৫ রান।
সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এ নিজেদের শেষ ম্যাচে কিউইদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
নিজেদের শেষ ম্যাচে টপ অর্ডারের নিখুঁত ব্যাটিংয়ে আইরিশদের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে কিউইরা। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিফটিতে উড়ন্ত সংগ্রহ পেয়েছে দলটি।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। জিততে আইরিশদের করতে হবে ১৮৬ রান।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৫২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার ফিন অ্যালেন। ১৮ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩২ রান করেন তিনি।
দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৫ বলে পাঁচ চার তিন ছয়ে ৬১ রান করে আউট হন তিনি। উইকেটরক্ষক ডেভন কনওয়ের ২৮, গ্লেন ফিলিপসের ১৭ রান ও ড্যারিল মিচেলের ৩১ রানে ভর করে ১৮৫ রানের সংগ্রহ পায় কিউইরা।
কিউইদের বিপক্ষে হ্যাট্রিক করেন আইরিশ বোলার জোশুয়া লিটল। ৪ ওভারে ৩ উইকেটে ১৫ রান দেন তিনি। এ ছাড়া আইরিশ বোলারদের মধ্যে মার্ক অ্যাডায়ার একটি এবং গ্যারেথ ডেলানি দুটি উইকেট নিয়েছেন।
অ্যাডিলেইড ওভালে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা। এই ম্যাচে বেশ বড় ব্যবধানে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে কেন উইলিয়ামসনের দলের। ইতোমধ্যে এই গ্রুপে সর্বোচ্চ নেট রান রেটের কারণে তিন দলের সমান ৫ পয়েন্ট থাকলেও শীর্ষে কিউইরাই।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জোশুয়া লিটল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.