আশুলিয়ায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ

 

সাভার প্রতিনিধি: আজ শুক্রবার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ  ভোরে নরসিংহপুর এলাকার মানিকগঞ্জ পাড়ার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে নারী-শিশুও আছে। তারা হলেন- আরব আলী তরফদার (৫০) ও তার স্ত্রী হাসিনা (৪০), তাদের ছেলে আব্দুর রউফ (২৫), ছেলের বউ রিপা (২০), রিপার দেড় বয়সী মেয়ে আয়েশা। দগ্ধদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাধা গ্রামে। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ পরিবারের এক  প্রতিবেশী রিয়াজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সকালে আব্দুল হামিদের দোতলা বাসার নীচতলায় চিৎকার শুনতে পেয়ে তিনি এগিয়ে আসেন। এ সময় ঘরে আগুন জ্বলতে দেখেন তিনি। এরপর সেখানে থাকা পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে, তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.