আল-আকসায় ফিলিস্তিনিদের জুমা পড়তে ইসরাইলের বাধা

(আল-আকসায় ফিলিস্তিনিদের জুমা পড়তে ইসরাইলের বাধা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) জুমার নামাজ পড়তে ফিলিস্তিনি মুসল্লিদের বাধা দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।

অধিকৃত পশ্চিমতীরের বেশীরভাগ মুসল্লি ইসরাইলি বাহিনীর বাধায় জুমার নামজ পড়তে পারেননি।

প্রাচীন শহর জেরুজালেমে ইসরাইলের সেনাবাহিনী ছাড়াও গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরাইল।
জেরুজালেমের প্রবেশ পথে বেশ কয়েকটি চেকপোস্টে মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠায় ইসরাইলি বাহিনী।বেশ কয়েক বছর ধরে কেবল অধিকৃত পূর্ব জেরুজালেম ও ইসরাইলের আরব শহরগুলোর বাসিন্দারাই কেবল আল-আকসায় নামাজ পড়ার অনুমোদন পাচ্ছেন। (সূত্র: আনাদোলু এজেন্সি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.