আলোচনায় ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লরা
বিটিসি স্পোর্টস ডেস্ক: ইন্ডীয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ কাপাচ্ছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। দুর্দান্ত ‘ক্যামিও ইনিংস’ খেলে ভক্তদের মুখে মুখে এখন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের নাম। তবে শুধু রাসেল নয়, আলোচনা হচ্ছে তার স্ত্রী জেসিম লরা।
রাসেলের স্ত্রী জেসিম লরা পেশায় একজন মডেল ও ডিজাইনার। এই জুটির দীর্ঘ দিনের বন্ধুত্ব ও প্রেম বিয়েতে রূপ নেয় ২০১৪ সালে।
২৪ বছর বয়সী লরার কথা বলতে গিয়ে রাসেল বলেন, স্ত্রীই তার ভালো খেলার অনুপ্রেরণা।
স্ত্রীকে ‘লেডি লাক’ বলে নাম দিয়েছেন আন্দ্রে রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে জেসিম লরাকে সবেচেয়ে আবেদনময়ীও বলা হচ্ছে।
দুর্দান্ত ইনিংসের পরে কেকেআর শিবিরে আন্দ্রে রাসেলের নামকরণ হলো ‘বাহুবলী’। জামাইকান অল রাউন্ডারের এই নাম করণ করেন কলকাতার সাবেক দুই খেলোয়াড় শিবম মাভি ও কমলেশ নগরকোটি। শাহরুখ খান পর্যন্ত টুইটে লিখেছেন, আসল বাহুবলি আন্দ্রে রাসেল!
চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচে ২০৭ রান করেছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। স্ট্রাইক রেট ২৬৮.৮৩। আইপিএলে গত শুক্রবার রাতে কোহলিদের বিপক্ষে তার ইনিংসটি সহজেই ভুলতে পারবেন না ক্রিকেট ভক্তরা। রাসেলের ১৩ বলে ৪৮ রানের কল্যাণে কলকাতা অসাধারণ জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়ে কলকাতা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.