আ’লীগ তারেকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইসিতে আবেদন

ঢাকা প্রতিনিধি: ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ রোববার রাতে দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনটি জমা দেন।

বিকেলে নির্বাচন কমিশন রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, তারেকের বক্তব্য প্রদানের বিষয়টি কেউ প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য  যথাযথ কর্তৃপক্ষকে বলবো।

আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা কমিশন বসে কি করা যায় তা পর্যালোচনা করে  তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ রোববার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন তারেক রহমান। এরপর এ বিষয়ে খতিয়ে দেখতে ইসির প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের পর কর্নেল (অব.) ফারুক খান সাংবাদিকদের বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু আদালত বলেছেন, একজন পলাতক আসামি হিসেবে তারেকের বক্তব্য কোথায়ও প্রচার হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদেও থাকতে পারেন না।

‘তার (তারেক) স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ও বক্তব্য প্রদান নির্বাচন আইনের লঙ্ঘন। এটা হতে পারে না। আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে দিনভর নির্বাচনী প্রচার চালিয়েছেন। এটা আচরণ বিধির লঙ্ঘন। এই লঙ্ঘন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটা চলতে থাকলে নির্বাচন আরো প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে।

এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন ফারুক খান।

নির্বাচনের সময় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকুড্রামা মুক্তির বিষয়টি নির্বাচনী আইন লঙ্ঘন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বিনোদনমূলক। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এটি দেখছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণার বিষয় নেই।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। এর মধ্যে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। বর্তমানে তিনি পলাতক। রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন তারেক রহমান।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, রিয়াজুল কবীল কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.