আলীকদমে ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরূপন কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি: আলীকদমে দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরূপন কর্মশালা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের উপ-প্রধান আবু সাইদ কামরুজ্জামান।
কর্মশালায় দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগোষ্ঠির চাহিদা নিরূপনে বিভিন্ন প্রস্তাবের সাথে পাথর উত্তোলন বন্ধ করা, নদী খনন, বৃক্ষরোপন ও পাহাড়ি ঝিরিতে বাঁধ দিয়ে পানির উৎস সৃষ্টি ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল র‌্যালিজিয়েন্স প্রোগ্রাম, এনআরপি-ইউএনডিপি’র প্রকল্প ব্যবস্থাপক এস. এম মোর্শেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান রেশমি চাকমা আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিনর, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মাহবুব সরোয়ার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মোঃ আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.