আলমডাঙ্গায় ভুয়া এসআই গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সোহেল রানা হিমেল (২৭) নামের পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা হিমেল কুষ্টিয়ার আমবাড়িয়া গ্রামের আজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামে অভিযান শুরু হয়। অভিযানে একটি হাতকড়াসহ ভুয়া এসআই সোহেল রানা হিমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি ও চুয়াডাঙ্গা সদর থানায় আরও দুটি প্রতারণা মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিটিসি নিউজকে জানান, আলমডাঙ্গা পুলিশের একটি দল রাতে নিয়মিত টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রেল জগন্নাথপুর গ্রামে এক প্রতারক অবস্থান করছে। সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দেয়। পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেফতার করে। এ সময় সোহেল রানা হিমেলের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.