আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী’র পদত্যাগ

(আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী’র পদত্যাগ–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরা আইভজায়ান পদত্যাগ করেছেন বলে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন। ২০২০ সালের ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন আইভজায়ান।

তার পদত্যাগের বিষয়টি ফেসবুকে জানিয়েছেন আনা নাগদালায়ান। তবে তিনি পদত্যাগের বিস্তারিত কারণ জানাননি।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৯১ সাল থেকে উত্তেজনা চলছে। ওই সময় আর্মেনিয়ার সেনাবাহিনী নাগার্নো-কারাবাখ দখল করে নেয়। নাগার্নো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গত বছর ফের দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং তা ছয় সপ্তাহব্যাপী চলে। গত বছরের ১০ নভেম্বর রাশিয়ার ম্যধস্থতায় যুদ্ধবিরতি হয়।

এই যুদ্ধবিরতি আজারবাইজানের জয় এবং আর্মেনিয়ার পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ওই অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.