বাংলাদেশী তরুণীকে গণধর্ষণের ঘটনায় ভারতে গ্রেপ্তার-৬

(বাংলাদেশী তরুণীকে গণধর্ষণের ঘটনায় ভারতে গ্রেপ্তার-৬–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশী তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।
চাঞ্চল্যকর এ ঘটনা প্রায় ছয়দিন আগে বেঙ্গালুরুতে ঘটেছিল।
গতকাল বৃহস্পতিবার (২৭ মে) এনডিটিভির খবরে বলা হয়েছে, বেঙ্গালুরু পুলিশ এক বিবৃতিতে জানায়, ভিডিও ক্লিপ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ আরো জানায়, ওই তরুণী মানবপাচার চক্রের খপ্পরে পড়ে ভারতে এসেছিলেন। এখন তিনি অন্য রাজ্যে আছেন। তাকে নিয়ে আসার জন্য একটি দল পাঠানো হয়েছে। তার বিবৃতি রেকর্ড করা হবে।
এদিকে এই ঘটনায় ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছেন নির্যাতিতার বাবা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.