আর্থিক সংকটে আফগান ক্রিকেট বোর্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: অর্থ সংকটের কারণে ক্রিকেটারদের বেতন দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টাকার অভাবে বোর্ডের কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এমনটিই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পাওয়ার পর থেকেই আইসিসির কাছ থেকে বছরে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে আসছে। 
আইসিসির লভ্যাংশ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্য কোনো আয় নেই। এ বছর জানুয়ারি-জুলাই দুই মেয়াদেই এসিবিকে টাকা পাঠাতে পারেনি আইসিসি। যে কারণে খরচ চালাতে হিমশিম খাচ্ছে এসিবি।
এ ব্যাপারে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান এক টুইটে জানান, আমাদের ব্যাংকিং সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে আইসিসির সিইও জোয়েফ অ্যালারডাইসের কথা হয়েছে। আমরা আইসিসিকে তাদের নিয়মিত সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.