‘আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ’

বিটিসি স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা, তা নিয়ে চলছে নানা আলোচনা। চলতি বিশ্বকাপ নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই।
তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দিতে পারে নতুন চমক। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। আর শিরোপা জয়ের দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। তার মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে।
দেশাই আরও বলেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’
ফেভারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দেশাই। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে, এটিই খেলাটির জাদু।’
সব মিলিয়ে দেশাইয়ের মতে, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটি অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’ (সূত্র: সিজিটি  নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.