আমরা চাই নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসুক : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা চাই নতুন নতুন অ্যান্টিবায়োটিক আসুক। কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক খুব বেশি আসছে না। কাজেই যেগুলো আছে সেসবের কার্যকারিতা আমাদের বজায় রাখতে হবে। তা না হলে আমাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। আশা করি, এ বিষয়ে আমাদের ওষুধ প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে।’
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদফতর আয়োজিত ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) কাজে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী, “আমাদের ওষুধ শিল্প ভালো আছে। বিদেশে ওষুধ রফতানি হচ্ছে। মান ভালো বলেই রফতানি হচ্ছে। এর পেছনে ডিজিডিএ’র একটা অবদান আছে।”
জাহিদ মালেক উল্লেখ করেন, করোনা প্রতিরোধে ইতোমধ্যে প্রায় ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আলোচনা সভার পর অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলি নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান জাং রানা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.