আমরা কোন দল বা গোষ্ঠির জন্য কাজ করছিনা – মেয়র ফেরদৌস

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়াপৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, আমরা কোন দল বা গোষ্ঠির জন্য কাজ করছিনা। বন্যায় ক্ষতিগ্রস্থ দলমত নির্বিশেষে সকল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসেছি।

বর্তমান সরকরের সময় এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় সিংড়ায় একটি মানুষ ও না খেয়ে থাকবেনা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা পুরর্বাসনের কাজ শুরু করব।

একাজে তিনি সকলের সহযোগিতা কমানা করেন। মেয়র জান্নাতুল ফেরদৌস গতকাল বিকালে সিংড়ার কতুয়া বাড়ী স্কুলে অঅশ্যয় কেন্দ্র সহ আশে পাশের বন্যায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৫’শ মানুষের মদ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে একথা বলেন।

উল্লেখ্য, উত্তরের ঢল ও বৃষ্টিতে সিংড়া পৌর এলাকা সহ ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়ে। অসংখ্য বাড়ি ঘরে পানি ঢুকে পড়ে। ৩৬টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছেন বানভাসী মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.