আব্বাস-মান্না ‘র মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেছেন ৪২টি মামলার অাসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বগুড়া-২ আসন থেকে বৈধতার সনদ পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এছাড়া ঢাকা-৮ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৪ দলের রাশেদ খান মেননসহ ১৪ জন প্রার্থী বৈধ হয়েছে। ৭ জন বাতিল ও ১ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

ঢাকা-৯ আসনে ঋণ খেলাপির দায়ে ধানের শীষ প্রার্থী আফরোজা আব্বাস এর মনোনয়নপত্র স্থগিত করেছে। ২ ঘণ্টা পর সিদ্ধান্ত জানাবে।

এছাড়া ঢাকা-৬ অাসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

ঢাকা-৭ আসনে ঋণ খেলাপির দায়ে বিএনপির নাসিমা আক্তার এর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিভাগের ১৫টি আসনের মধ্যে ৯ টি আসনের বাছাই প্রক্রিয়ায় ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আর এই বাতিলকে উদ্দেশ্যমূলকভাবে হয়েছে দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মনোনয়নপত্র বাতিল উদ্দেশ্যমূলক৷ এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এবং সর্বোপরি নির্বাচনকে বানচাল করতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ একত্রে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের পক্ষে নিজেকে নিয়োজিত রেখেছে।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.