ঢাকা-১২ আসন মনোনয়নপত্র পেলেন যারা

ঢাকা প্রতিনিধিআজ রোববার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

মনোনয়ন বাতিলের ভিড়ে ব্যতিক্রম ঢাকা-১২ আসন। এ আসনের আলোচিত প্রার্থী আওয়ামী লীগের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিএনপির কেন্দীয় যুবদলের সভাপতি  সাইফুল ইসলাম নীরব।

এতে ঢাকা-১২ আসনে দাখিল করা ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের আসাদুজ্জামান খাঁন কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকাত আলী হাওলাদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়েদ সাকি, বিএনপির কেন্দীয় যুবদলের সভাপতি  সাইফুল ইসলাম নীরব ও আনোরুজ্জামান, জেএসডির মুজিবুর রহমান, এনপিপি’র শাহিন খান এবং জাপার প্রার্থী এম নাসিরুদ্দিন সরকার।।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.