আবেদন খারিজ, জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কারাগারেই থাকতে হবে। তার গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে করা আবেদন মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
আবেদন খারিজ হওয়ার কারণে কেজরিওয়ালকে এখন তিহার জেলেই থাকতে হবে। সেই হেফাজতের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত। এই রায়ের পর কেজরিওয়াল সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন বলে শোনা যাচ্ছে।
বিচারপতি তার রায়ে বলেন, আবগারি নীতি মামলায় ঘুষের অনেক তথ্য–প্রমাণ ইডি পেশ করেছে। তাতে হাওয়ালার কারবারি ও গোয়া নির্বাচনে আপ প্রার্থীর বয়ানও রয়েছে। তাদের নাম মামলার স্বার্থে গোপন রাখা হয়েছে।
আদালত উল্লেখ করেছেন, আম আদমি পার্টির নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ২০২২ সালের গোয়া নির্বাচনের জন্য ১০০ কোটি রুপির দুর্নীতির সঙ্গে জড়িত। সে বিষয়ে ইডি যথেষ্ট প্রমাণ হাজির করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.