আবারও যুক্তরাষ্ট্র’র স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

(আবারও যুক্তরাষ্ট্র’র স্পিকার হলেন ন্যান্সি পেলোসি)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি পুনরায় নির্বাচিত হয়েছেন। নতুন কংগ্রেসে খুব অল্প ভোটের ব্যবধানে গতকাল রবিবার (০৩ জানুয়ারী) স্পিকার নির্বাচিত হন তিনি।
২১৬-২০৯ ভোটের ব্যবধানে জয় পান পেলোসি। নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির ৫ সদস্য পেলোসিকে সমর্থন দেননি। আশি বছর বয়স্ক ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র নারী স্পিকার।

পেলোসি কংগ্রেসে তার বক্তব্যে বলেন, ‘আমাদের পূর্বসূরীরা যে নেতৃত্ব মোকাবিলা করেছে, আজকের শপথের মাধ্যমে আমরা তার চেয়ে ভয়ঙ্কর ও দুঃসাধ্য দায়িত্ব গ্রহণ করলাম। আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন।’

তিনি আরও বলেন, ‘এখন সময় হল জাতির আরোগ্য লাভের। আমাদের সবচেয়ে জরুরী প্রাধান্য থাকবে করোনাভাইরাসকে পরাজিত করা। এবং আমরা এটা পারব।’

এজন্য কংগ্রেস আরও অর্থ সাহায্য বরাদ্দ করবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সাধারণত হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য থাকেন, তবে রোববার ৪২৭টি ভোট প্রদান করা হয়েছে। কয়েকজন নব-নির্বাচিত কংগ্রেসম্যান করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকায় ভোট দিতে হাজির হতে পারেননি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.