আবারও উত্তাল হংকং, গ্রেফতার-৫০ গণতন্ত্রপন্থী

(আবারও উত্তাল হংকং, গ্রেফতার-৫০ গণতন্ত্রপন্থী)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আবারও আন্দোলনের দানা বাঁধছে হংকংয়ে। গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্থানীয় প্রশাসন। একে কেন্দ্র করে অন্তত ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার (০৬ জানুয়ারী) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যদিও তাদের গ্রেফতারের বিষয়ে হংকং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানায়, ‘সকালে অভিযান চালিয়ে ৫০ জনের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান আরও চলতে পারে।’
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে হংকংয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।
এদিকে হংকং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলা হয়, গত বছর লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনের জন্য গণতন্ত্রীপন্থী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোট দেওয়ায় বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.