আবরার হত্যাকারীদের বিচার হবেই : আইনমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এর সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তাদেরকে উপযুক্ত শাস্তিই দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, দায়িত্ব জ্ঞানহীন বিএনপি নেতারা দেশের সব দুর্ঘটনায় রাজনীতির উদ্দেশ্য হাসিলে বক্তব্য দেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন ওনারা (বিএনপি) যে বেসুরা গান গাইছেন এতে জনগণ কান দিবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন বরং এ দেশে আইনের শাসন ওনারা (বিএনপি) নষ্ট করেছেন। সুতুরাং ওনাদের আগে শুধরানো উচিত।
এসময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.