আফগান সামরিক বিমান উজবেকিস্তানে বিধ্বস্ত

(আফগান সামরিক বিমান উজবেকিস্তানে বিধ্বস্ত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগান সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান উজবেকিস্তানে বিধ্বস্ত হয়েছে। ওই যুদ্ধবিমানটি উজবেকিস্তানে প্রবেশের পরপরই তা বিধ্বস্ত হয়। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট ঝাঁপিয়ে পড়েন এবং তিনি জীবিত আছেন।
আজ সোমবার (১৬ আগস্ট) উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বাকরম জুলফিকারভ বার্তা সংস্থা এএফপিকে জানান, আফগানিস্তানের বিমানটি অবৈধভাবে উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করছিল। এই দুর্ঘটনা তদন্ত উজবেকিস্তান সরকার তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল রবিবার (১৫ আগস্ট) ভোররাতে উজবেকিস্তানের দক্ষিণ প্রদেশের সুরকান্দ্রোয়োতে এই বিমান দুর্ঘটনা ঘটে। উজবেকিস্তানের এই এলাকা আফগান সীমান্তের খুব কাছে।
দুর্ঘটনা কবলিত বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য মেলেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.