আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনী হামলায় ৮৬ তালেবান নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৮৬ জনের বেশী তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ তালেবান।

গত শনিবার আফগানিস্তানের কান্দাহার ও ফারিব প্রদেশে তালেবানদের ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

গতকাল রবিবার ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আবুল কারিম জানান, তালেবানদের একটি দল গত শনিবার রাতে পাশতুনকোট জেলার নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপরই তাদের লক্ষ্য করে ২৪ ঘণ্টা ধরে বিমান হামলা চালায় আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনী।

ওই আফগান কর্মকর্তা আরও জানান, ওই অভিযানে ফারিয়াব প্রদেশে ৫৩ তালেবান যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণে মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।

এদিকে, তালেবান দাবি করেছে তারা কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাহিনী কোনও মন্তব্য করেনি।

তালেবানের মুখপাত্র কারি ইউসুফ জানান, কান্দাহারে একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কোনো মন্তব্য করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.