ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশী না ভারতীয় তা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও পরে বিএসএফ সনাক্ত করে নিহত ব্যক্তি ভারতের নাগরিক। আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

বিজিবির ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক বিটিসি নিউজকে জানান, নিহত ব্যক্তি ভারতীয় বলে বিএসএফ জানিয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির বিটিসি নিউজকে জানান, নিহত ব্যক্তির নাম আখেরুল শেখ (১৮)। তিনি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে। খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.