আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশে পবিত্র জুমার নামাজে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির স্পিনগার জেলার একটি মসজিদে আজ শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে হামলাটি সংঘটিত হয়। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে একজন তালেবান কর্মকর্তা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে স্থানীয় বাসিন্দা শেনওয়ারি জানিয়েছেন, মসজিদের ইমামসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আরেক বাসিন্দা জানিয়েছেন, আহতের সংখ্যা অন্তত ১৫। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.