
বিটিসি নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় । প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। খালেদা জিয়াকে দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ শুনানি শেষ করেছেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শুরু করেছেন আইনজীবী এজে মোহাম্মদ আলী । আইনজীবীরা জানিয়েছেন তার অসমাপ্ত শুনানি বুধবার করবেন। আজ দুদকের আইনজীবী খুরশীদ আলম খান তার বক্তব্য উপস্থাপন করেন শুনানির শুরুতে। পরে এটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে শুনানি করেন । তারা আদালতের সামনে যুক্তি তুলে ধরেন, কেন খালেদা জিয়ার জামিন বাতিল হওয়া উচিৎ ।
আজ সকাল থেকে নিরাপত্তা বাড়ানো হয় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে খালেদা জিয়ার শুনানি ঘিরে। সবাইকে তল্লাশি করা হয় আদালত প্রাঙ্গণে ঢোকার সময়। বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৮ এপ্রিল।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। সেই থেকে তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি থেকে দন্ড ভোগ করছেন। পরে রায়ের অনুলিপি পাওয়ার পর আপিল করেন খালেদা জিয়া। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরবর্তীতে জামিন আবেদনের পর হাইকোর্ট ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়।
এ মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল গ্রহণ এবং খালেদা জিয়ার জামিন স্থগিত রেখে গত ১৯ মার্চ আপিল বিভাগ আদেশ দেয়। ওই আদেশে রাষ্ট্রপক্ষ এবং দুদককে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। একইসঙ্গে এ আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করে আজ ৮ মে শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি (জামিন আদেশ) স্থগিত করা হয়।
দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদনের পর আপিল বিভাগ জামিন স্থগিত করে লিভ-টু আপিল করতে বলেন ওই জামিনের বিরুদ্ধে। সে অনুসারে লিভ-টু আপিল দায়েরের আদালত তা মঞ্জুর করে আপিলের সারসংক্ষেপ দিতে নির্দেশ দেন। দুদক কৌসুলি খুরশীদ আলম খান বলেন, আজ আপিল শুনানিতে জামিনের বিরুদ্ধে প্রত্যেকটি যুক্তি সুস্পষ্টভাবে আইনি ব্যাখ্যা দিয়ে আদালতে তুলে ধরা হয়েছে। হাইকোর্ট যেসব যুক্তিতে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন সেই যুক্তিগুলো খণ্ডন করেছি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.