কোটা নিয়ে অগ্রগতি নেই, শিগগিরই প্রজ্ঞাপনের আশা

 

বিটিসি নিউজ ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে কোনো অগ্রগতি নেই বলে  ।  তিনি জানান এ বিষয়ে কোনো দিকনির্দেশনাও নেই। তিনি আশা প্রকাশ করেন অতি শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে । আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।

আজই আন্দোলনকারীদের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে প্রজ্ঞাপন জারির জন্য কোটা বাতিলের বিষয়ে । এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন কোটা নিয়ে কোনো অগ্রগতি আছে কি না? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এবং অগ্রগতিও নেই। ’কোটা বাতিলের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। তখন এ বিষয়ে কমিটি বসবে।

অতি শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করি। কত দিন লাগবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কমিটি গঠন হয়নি। কমিটি বসবে তারপর…।’

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা গত মাসে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। একপর্যায়ে ওই আন্দোলন সহিংস রূপ নেয়। আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকে শিক্ষার্থীরা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.