আদমদীঘি হাজী তাছের আহম্মদ মহিলা কলেজ এমপিওভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  দীর্ঘ ১৮ বছর পর বগুড়ার আদমদীঘি হাজী তাছের আহম্মদ মহিলা কলেজ এমপিওভুক্ত ঘোষিত হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই সুনামধন্য কলেজকেও এমপিওভুক্ত করার ঘোষণা করেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আদমদীঘি হাজী তাছের আহম্মদ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু‘র নেতৃত্বে অত্র কলেজ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডাঃ দিপুমনকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে কলেজের অধ্যক্ষ এ্যাড. মোস্তফা আহমদ নাইডু, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য রেবতি মোহন সাহা, রফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীসহ নেতৃবর্গ অংশ গ্রহন করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.