আদমদীঘি থানা চত্বরে পূজা উদযাপন কমিটির সদস্যদের মতবিনিময় সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা আদমদীঘি উপজেলায় শান্তিপূর্ণ ও যথাযথ ভাবে উদযাপনের লক্ষে থানা পুলিশের উদ্যোগে আজ রোববার দুপুরে সকল মন্দির কমিটির সকল সদস্যের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার ফাঁড়িন ইনচার্জ আনিছুর রহমান, আনসার ভিডিপি অফিসার হেলাল মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীত দেবনাথ বাপ্পা, সম্পাদক মিহির সরকার, রেবতী মোহন সাহা, দুলাল চন্দ্র কুন্ডু, চ্দন কুন্ডু, সুদেব গোষ প্রমূখ।

সভায় উপজেলার ৫৮টি শারদীয় দুর্গা পূজা মন্ডবে শান্তিপূর্ন ও আইনশৃংখলা বজায় রাখতে পুলিশ আনসার বাহিনীর পাশাপশি সেচ্ছাসেবক বাহিনী সর্বক্ষনিক নজরদারি রাখার আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.