আদমদীঘি থানার এক দারোগা করোনা জয় করে কাজে যোগদান


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত বগুড়ার আদমদীঘি থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মিঠুন চন্দ্র করোনা জয় করে অবশেষে কাজে যোগদান করেছেন।

আজ বুধবার সকালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন তাকে ফুল দিয়ে বরণ করে কাজে যোগদান করান। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

জানাযায়, আদমদীঘি থানার উপ-পরিদর্শক হুময়ুন কবির, সহকারি উপ-পরিদর্শক মিঠুন চন্দ্র ও কনেষ্টবল গাড়ী চালক আব্দুল আলিমের গত ১০ জুলাই করোনা রির্পোট পজিটিভ আসে। এরপর তাদের বাসায় আইসোলেশনে তেকে চিকিৎসাসেবা দেয়া হয়।

পরবর্তিতে গত ২৩ জুলাই ফলোআপ রিপোর্ট শুধু সহকারি উপ-পরিদর্শখ মিঠুনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মিঠুন চন্দ্র জানান, তার পরিবারের সকলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সুস্থতার কারনে কর্মস্থলে যোগদান করি।

ওসি জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, অপর দারোগা হুমায়ুন কবির ও কনেষ্টবল আব্দুল আলিম অনেকটাই সুস্থ অপর পুলিশ সদস্যা জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.