আদমদীঘি ঐতিহাসিক বাবা আদম (রহঃ) মাজারে বার্ষিক ওরস

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামীকাল ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি সদরের ঐতিহাসিক হযরত বাবা আদম (রহঃ) এর মাজার শরীফের বার্ষিক ওরস মোবারক মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। প্রধান মেহমান ভারতের আজমীর শরীফের প্রধান খাদেম হযরত সৈয়দ সালমান চিশতী ও প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাবেন চট্রগ্রাম হাট হাজারী প্রখ্যাত ওয়ায়েজ মুফাছিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী। মাহফিলে সভাপতিত্বে করবেন কমিটির সভাপতি ও থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

উল্লেখ্য, ১৮১৬ সাল থেকে ওই স্থানে বার্ষিক ওরস মোবারক হয়ে আসছে। ওরসকে ঘিরে ইতিমধ্যে মাজার এলাকায় আলোক সজ্জায় সজ্জিতসহ বিভিন্ন গ্রামে হাজার হাজার আত্মীয় স্বজনদের আগমনে সরগরম হয়ে উঠেছে। এবার ওরসে প্রায় ৪০ হাজার লোকের সমাগম ঘটার আশংকায় প্রায় ৮৫ মন চালের পোলাও রান্না করা হবে বলে কমিটি সুত্রে জানা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.