আদমদীঘির শিক্ষক সাংবাদিক সামছুল আলম আর নেই


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি সদরের শিশু নিকেতন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সিনিয়র শিক্ষক সাংবাদিক সামছুল আলম আর নেই। তিনি দীর্ঘদির যাবত ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন।
আদমদীঘির তালসন গ্রামের মৃত আব্দুল কাদের মুন্সির ছেলে সাংবাদিক সামছুল আলম সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৭ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
পরদিন মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি শিশু নিকেতন বিদ্যালয় মাঠে মরহুম সামছুল আলমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার অকাল মৃত্যুতে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান, শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকাবৃন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.