আদমদীঘিতে ৪র্থ পর্যায় ভুমিহীনদের জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ৪র্থ পর্যায়ে বগুড়ার আদমদীঘিতে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
বুধবার (২২ মার্চ) বেলা ১০ টায় তার ভিডিও কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠান সরাসরি আদমদীঘি উপজেলা হলরুমে প্রচার করা হয়।
৪র্থ পর্যায়ে আদমদীঘিতে ৮৪টি ভুমিহীন পরিবারের মধ্যে জমির দলিল ও গৃহ হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুমি মনিরা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি রেজাউল করিমসহ বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবর্গ। এ নিয়ে আদমদীঘি উপজেলায় মোট ২৫৪জন গৃহ ও ভুমিহীনদের জমি ও গৃহ হস্তান্তর করা হলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.