আদমদীঘিতে ১৯শ প্যাকেট নকল বিড়ি সহ দুই যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মায়া বিড়ি কোম্পানী নাম ও লেবেল ব্যবহার করে নকল মায়া বিড়ি নিয়ে যাবার সময় ১হাজার ৯০০ প্যাকট নকল মায়া বিড়ি উদ্ধারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদরের মকবুল হোসেনের ছেলে এনামুল হক (২১) ও মোকলেছার রহমানের ছেলে আবু সাইদ ফয়সাল (২২)।

গতকাল রোববার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার হবিরমোড় নামকস্থান থেকে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে রাতেই মায়া বিড়ি কোম্পানির ম্যার্কেটিং ম্যানেজার সাহাদত হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, গ্রেফতারকৃত এনামুল হক ও আবু সাইদ নামের দুই যুববক ২টি ক্যাটুনে ১ হাজার ৯০০ প্যাকেট মায়া বিড়ি কোম্পানীর নকল বিড়ি সান্তাহার থেকে অন্যত্র নেয়ার জন্য হবিরমোড় নামকস্থানে অপেক্ষা করছে।

প্রকৃত মায়া বিড়ির কোম্পানী কর্তৃপক্ষ নিকট থেকে খবর পাওয়ার পর রাত ৮টায় ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের কাটুন তল্লাশি করে নকল মায়া বিড়ি সনাক্ত করার পর তাদের গ্রেফতারসহ বিড়ি জব্দ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.