আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উপসি ধানের বীজ ও সার পেলেন।
সোমবার (২২ডিসেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা কৃষি অফিসচত্বরে এই ধান বীজ ও সার বিতরণ করা হয়।
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলাম, ফারিহা তিলাত, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য: শীতকালিন মাঠে চাষযোগ্য জমিতে আবাদ বৃদ্ধির লক্ষ্যে বোরো উপসি জাতের প্রণোদনা কর্মসুচির আওতায় ১১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। #















