BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দামোদর ব্রত ও প্রদীপ প্রজ্জলনের সমাপ্তি

আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দামোদর ব্রত ও প্রদীপ প্রজ্জলনের সমাপ্তি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ে মাস ব্যাপি দামোদর ব্রত ও সহ¯্রাধিক প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে শতশত ভক্তবৃন্দ প্রদীপ প্রজ্জলন করে মাস ব্যাপী দামোদর ব্রতের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

হিন্দুধর্মাম্বলীদের মতে “দাম” শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যোশদা কর্তৃক যার উদর দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। মূলতঃ ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর হিসেবে পূজিত করা হয়। বৈদিক সংস্কৃতিতে সু-প্রাচীর কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ লাভের আশায় ঘি-কর্পুরের প্রদীপ জালিয়ে দীর্ঘ এক মাস দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করা হয়।

উৎসব অনুষ্ঠানে ভাগবতীয় আলোচনা করেন, আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ ইসকন প্রভূ ডা: গোপেশ চন্দ্র সরকার, ধনপতি চন্দ্র বর্মন, কৃষ্ণ চন্দ্র সরকার, সুমন চন্দ্র রায়। তিথি অনুয়ায়ী দশমীর পরদিন দামোদর উৎসব শুরু হয়।

গত শুক্রবার রাতে শতশত ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে প্রদীপ প্রজ্জলন করে সমাপ্তি ঘোষনা করা হয় বলে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির সরকার জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ