আদমদীঘিতে র‌্যাবের হাতে গাঁজাসহ দুই হোটেল কর্মচরী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া র‌্যাব-১২-এর একটি দল বগুড়ার আদমদীঘি সদরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুই হোটেল কর্মচারীকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোপর্দ করেছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার জনতা ব্যাংকের সাননে থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের রহমান আলীর ছেলে রায়হান সরকার (২২) ও একই গ্রামের কামরুজ্জামানের ছেলে রুহুল আমিন (২১)। তারা আদমদীঘিস্থ বিসমিল্লাহ হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

এ ব্যাপারে র‌্যাব-১২ এর হাবিলদার একেএম জহিরুল হক বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলের দুই কর্মচারী রায়হান সরকার ও রুহুল আমিন হোটেলে কাজ করার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে আদমদীঘির সদরে জনতা ব্যাংকের সামনে বেচাকেনার সময় বগুড়া র‌্যাব-১২এর একটি দল অভিযান চালিয়ে উল্লেখিত দুই হোটেল কর্মচারীকে আটক করে।

এসময় তাদের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.