আদমদীঘিতে রক্তদহ বিলে নৌকা ডুবি মা ছেলের মুত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের ক্যানেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মা ফাতেমা আক্তার চাঁদনী (২৭) ও তার শিশু পুত্র সাদ (৭) এর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সান্দিড়া খেয়া ঘাট থেকে করজ বাড়ি আত্মীয়ের বাড়ি যাবার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ও স্থানীয়রা জানান, দমদমা গ্রামের শিহাব হত্যা কান্ডের পর গ্রামবাসি চলাচলের রাস্তাটি বন্ধ করায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়ার শহিদের স্ত্রী ফাতেমা আক্তার চাঁদনী, তার মা ও সন্তানসহ পরিবারের লোককজন মাছ ধরা ডিঙ্গি নৌকা যোগে ৮/৯জন সান্দিড়া খেয়া ঘাট এলাকা থেকে রক্তদহ বিলের ক্যানেল দিয়ে করজ বাড়ি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি আসছিলেন।

দুপুরে বিলের মাঝপথে নৌকার তলা ফেটে ডুবতে শুরু করে। এসময় অন্যান্যরা সাঁতরিয়ে কিনারায় এলেও ফাতেমা আক্তার চাদনীর ছেলে সাদ পানিতে ডুবে যায়। ছেলে তারমা চাঁদনী উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করলে মা ছেলে দুইজনেরই সলিল সমাধি ঘটে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.