আদমদীঘিতে মাস্ক না পড়ায় ১৩জনের জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়ার অপরাধে আদমদীঘির সান্তাহার রেলগেট এলাকায় ১৩ জনের ২হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত জানান, আদালত টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সান্তাহার রেলগেট এলাকায় ফোর্সসহ অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৩টি মামলা বিপরীতে মোট ২ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্ম ও মাস্ক বিতরণ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.