গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে জমিজমা জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌজা মালিবাড়ী মসজিদের পাড় গ্রামে জমিজমা জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মা-বাবা ছেলেসহ অন্তত চার জন আহত হয়েছে।
আহতদেরকে চিকিৎসার জন্যে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, জমিজমা বিরোধের জের ধরে দীর্ঘ দিন  থেকে আবুল হোসেন এর সাথে প্রতিপক্ষ সালাম মিয়ার  শত্রুতা চলে আসা কালে আজ এ ঘটনা ঘটায়।
প্রতিদিনের ন্যায়  গতকাল বৃহম্পতিবার (২০ আগস্ট) সকাল আবুল হোসেন বাড়ী থেকে কাজের উদ্দেশ্যে রওনা দিলে প্রতিপক্ষ আঃ সালাম ও তার সহযোগীরা হঠাৎ পথরোধ করে হত্যার জন্যে মারপিট শুরু করে।
এতে আবুল হোসেন এর ছেলে সাজেদুল ইসলাম ও তার স্ত্রী বাধা দিলে সালাম গংরা তাদেরকেও মারপিট করে।
পরে স্থানীয়রা এসে উদ্ধার করে আহতদেরকে হাসপাতালে পাঠায়। এঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.