আদমদীঘিতে মাদকের রানী শাহনাজের ৪ মাসের জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার মাদকের রানী খ্যাত শাহনাজ পারভীন (৪৫) কে ৫ পিস ট্যাপেন্টাডলসহ আটকরে পর তাকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির ডালম্বা বস্তিপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল উদ্ধার ও তাকে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। শাহনাজ পারভীন আদমদীঘির ডালম্বা বস্তিপাড়ার জাকির হোসেনের স্ত্রী। এর কয়েক দিন পূর্বে তার মেয়ে হীরামনিকে মাদক বিক্রির দায়ে কারাদন্ড দিয়েছিলেন ভ্রাম্যমান আদালত।
আদমদীঘি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উদ্যোগে নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদারে নেতৃত্বে বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযানে আদমদীঘির ডালম্বা বস্তিপাড়ায় অভিযান চালিয়ে এলাকায় মাদকের রানী খ্যাত শাহনাজ পাভীনের বতবাড়ি থেকে ৫ পিস ট্যাপেন্টাডলসহ তাকে আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.