আদমদীঘিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনার আজ বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রানি সম্পদ অফিসার মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, পৌর প্যানেল চেয়ারম্যান জার্জিস আলম রতন, আদমদীঘি প্রেসক্লাবের সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক সামছুল আলম প্রমূখ।

সভায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধসহ ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইন সম্পর্কে জনগনকে অবহিত করার আহবান জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.