আদমদীঘিতে বাড়ির সীমানাকে কেন্দ্র করে হামলা নারীসহ আহত-৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বসত ভিটার সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ চার জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কেশরতা গ্রামে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আহতরা হলেন ওই গ্রামের মোসলিম উদ্দিন (৫০) তার স্ত্রী বিজলী বেগম (৩৮), চঞ্চল সরকার (২৮) ও মমতাজুর (৪৬)।
জানা যায়, উপজেলার কেশরতা গ্রামের মনতাজুল ফকির বাড়ী নির্মাণ করার জন্য কাজ শুরু করে। এ সময় সীমানা নির্ধারণ না করে বাড়ী নির্মাণ কাজ শুরু না করার জন্য পরশি মোসলিম উদ্দিন বাদী হয়।
এ নিয়ে কথা কাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মনতাজুল ফকির ও তার লোকজন মোসলিম উদ্দীনের উপড় হামলা ও মারপিট করে। এতে উভয়পক্ষের উল্লেখিত নারীসহ চারজন আহত হয়। এ ঘটনায় থানাল লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে ওসি জালাল উদ্দীন জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.