আদমদীঘিতে বাসের ধাক্কায় টমটম যাত্রী নিহত চালক আহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে বাসের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম)-এর যাত্রী আল আমিন (৩১) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় চালক মোতাহার হোসেন (৩০) আহত হয়।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় আদমদীঘির বাবলাতলি এলাকার পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন আদমদীঘির মুরইল বাজারের শরফুল ইসলামের ছেলে। আহত টমটম চালক মোতাহার হোসেন উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আহত মোতাহারকে গুরুতর অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজকে জানান, আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ওই স্থানে নওগাঁগামী একটি অজ্ঞাত বাস মুরইলগামী ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আল আমিনকে উদ্ধার ও দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.