আদমদীঘিতে প্রবাস ফেরত ব্যক্তির পথরোধ ও মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুর্বশক্রতার জেরধরে দিনের বেলা আব্দুল বাতেন (৩২) নামের এক প্রবাস ফেরত ব্যক্তিকে পথরোধ করে মারপিটে গুরুতর আহত করে তার নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আহত আব্দুল বাতেনকে প্রথমে দুপচাঁচিয়া ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ২টায় আদমদীঘি কুন্দগ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির সিংড়া পাড়ার আব্দুল বাতেন সৌদি প্রবাসে থেকে ৩ মাস আগে ছুটিতে দেশে আসেন। রোববার আব্দুল বাতেন তার জমির টাকা ব্যাংকে রাখতে গিয়ে ব্যাংক বন্ধ থাকায় ১ লাখ ৭০ টাকা হাজার নিয়ে কুন্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেল যোগে বেলা ২টায় বাড়ি ফিরছিলেন। সে চাঁপাপুর-চৌমুহনি সড়কের কুন্দগ্রাম বাজারে উত্তরে ব্রিজের নিকট পৌঁছিলে পূর্বশক্রতা বসত: ওঁৎপেতে থাকা সাজ্জাদ, জিহাদ, সবুজ নামের ব্যক্তিরা আব্দুল বাতেনের গতিরোধ করে লাঠি সোডা দিয়ে এলোপাথারি মারপিট করে গুরুত্বর জখম করে তার কাছে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত আব্দুল বাতেনকে জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
নাম প্রকাশ না করার শর্তে কুন্দগ্রামের স্থানীয় বাসিন্দারা জানায়, সাজ্জাদসহ তার দলবল দীর্ঘ দিন যাবত এলাকার বিভিন্ন মানুষকে হয়রানী ও মারধর করে এলাকায় এাস সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মরধর করে। গত সোমবার দুপুরে সরজমিনে সাজ্জাদ, জিহাদ ও সবুজের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া য়ায়নি।
ঘটনাটি ঘটনোর পর থেকেই তারা মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে। সাজ্জাদের স্ত্রী জান্নাতি জানায় বিদেশে যাওয়াকে কেনদ্র করে এ ঘটনা ঘটে। আবু বাতেনের ভাই বায়েজিদ বলেন, সাজ্জাদ ও তার সহযোগীরা পুর্বশক্রতার জেরধরে মারপিট করে তার ভাইয়ের হাত পা ভেঙ্গে দিয়েছে। আব্দুল বাতেন সুস্থ্য হলে মামলা দায়ের করা হবে।
আদমদীঘি থানার অভিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এখনও মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.